No Internet Connection !

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা

বাংলাদেশের সড়ক পথ
বাংলাদেশের রেল পথ
বাংলাদেশের আকাশ পথ
বাংলাদেশের নৌ-পথ

প্রশ্ন: বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? উত্তর: Ministry of Road Transport & Bridges।
প্রশ্ন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (BRTC) প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ১৯৬১ সালে।
প্রশ্ন: BRTC-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Road Transport Corporation.
প্রশ্ন: DTCA-এর পূর্ণরূপ কি? উত্তর: Dhaka Transport Coordination Authority.
প্রশ্ন: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) কবে গঠিত হয়? উত্তর: ২০ ডিসেম্বর, ১৯৮৭।

বাংলাদেশের সড়ক পথ


প্রশ্ন: বাংলাদেশ সড়ক পরিবহনে নিয়োজিত সরকারি সংস্থার নাম কী? উ: বি.আর. টি. সি. (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন)।
প্রশ্ন: বি. আর. টি. সি. কত সালে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৬১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? উ: পদ্মা সেতু।
প্রশ্ন: ঢাকার কোন সড়কের নাম পরিবর্তন করে 'নাটক সরণি' রাখা হয়েছে? উত্তর: বেইলি রোড।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত যানবাহনের কারখানাটির নাম কি ও কোথায় অবস্থিত? উত্তর: প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রামের ফৌজদারহাটে।
প্রশ্ন: কবে থেকে ঢাকা শহরের যানবাহন চলাচলের গতিসীমা নির্ধারিত হয়? উত্তর: ৩ মার্চ ১৯৮২।
প্রশ্ন: সড়ক ও জনপথ অধিদপ্তর-এর অবস্থান কোথায়? উত্তর: রমনা, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ৪ জুলাই ১৯৮৫।
প্রশ্ন: BBA-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Bridge Authority.
প্রশ্ন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)-এর অবস্থান কোথায়? উত্তর: বনানী, ঢাকা।
প্রশ্ন: RHD-এর পূর্ণরূপ কি? উত্তর: Roads and Highways Department.
প্রশ্ন: সড়ক ও জনপথ অধিদপ্তর (RHD) কবে গঠন করা হয়? উত্তর: ১৯৬২ সালে।
প্রশ্ন: ঢাকা-কলকাতা বাণিজ্যিক ভিত্তিতে নিয়মিত বাস চলাচল শুরু হয় কবে? উ: ৯ জুলাই, ১৯৯৯।
প্রশ্ন: ঢাকায় ট্যাক্সি ক্যাব চালু হয় কবে? উ: ৫ জুলাই, ১৯৯৮।
প্রশ্ন: ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু হয় কবে? উ: ১৯ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
প্রশ্ন: বেনাপোল-পেট্রোপোল রুটে পণ্যবাহী ট্রেন চালু হয় কবে? উ: ২১ জানুয়ারি, ২০০১।
প্রশ্ন: OEFC কী? উ: Overseas Economic Co-operation Fund (জাপান)।
প্রশ্ন: দেশের দীর্ঘতম সেতুর নাম কি? উত্তর: পদ্মা সেতু।
প্রশ্ন: পদ্মা সেতু কততলা বিশিষ্ট? উত্তর: দ্বিতল।
প্রশ্ন: পদ্মা সেতু কোথায় অবস্থিত? উত্তর: মাওয়া-জাজিরা পয়েন্টে।
প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর: ৬.১৫ কিমি।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় সড়ক সেতু কোনটি? উত্তর: বঙ্গবন্ধু সেতু।
প্রশ্ন: বঙ্গবন্ধু সেতুতে কোন প্রকার রেললাইন বসানো হয়েছে? উত্তর: ডুয়েলগেজ।
প্রশ্ন: বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তর: ৪.৮ কিলোমিটার ও ১৮.৫ মিটার।
প্রশ্ন: বঙ্গবন্ধু সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে কবে? উত্তর: ৪ জুলাই ১৯৯৮।
প্রশ্ন: দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? উত্তর: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার।
প্রশ্ন: দেশের প্রথম বহুমুখী বা বহুমাত্রিক ফ্লাইওভারের নাম কি? উত্তর: কুড়িল ফ্লাইওভার।

বাংলাদেশের রেল পথ


প্রশ্ন: রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? উত্তর: Ministry of Railways.
প্রশ্ন: রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে? উত্তর: ২৮ এপ্রিল ২০১১।
প্রশ্ন: রেলপথ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কে? উত্তর: সুরঞ্জিত সেনগুপ্ত।
প্রশ্ন: GRP-এর পূর্ণরূপ কি? উত্তর: Government Railway Police.
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর: দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত (১৫ নভেম্বর ১৮৬২)।
প্রশ্ন: বাংলাদেশ ভূখণ্ডে নির্মিত প্রথম মিটার গেজ রেলপথ কোনটি? উত্তর: ঢাকা-নারায়ণগঞ্জ।
প্রশ্ন: কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে? উত্তর: ড্যানিয়েল বার্নহ্যাম ও বব বুই।
প্রশ্ন: বাংলাদেশে সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি? উত্তর: কমলাপুর, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? উত্তর: সৈয়দপুর, নীলফামারী (প্রতিষ্ঠা ১৮৭০ সালে)।
প্রশ্ন: বাংলাদেশ রেলওয়ে পুলিশের সদরদপ্তর কোথায়? উত্তর: কমলাপুর, ঢাকা।
প্রশ্ন: ভারতীয় উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন কে? উত্তর: লর্ড ডালহৌসি।
প্রশ্ন: প্রথম কবে, কোথায় রেলপথ বসানো হয়? উ: ১৮২৫ সালে, ব্রিটেনে।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম কত সালে রেলগাড়ি চালু হয়? উ: ১৮৫৩ সালে।
প্রশ্ন: ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত? উ: মেঘনা।
প্রশ্ন:বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালক কে? উ: সালমা খাতুন।
প্রশ্ন: ঢাকা-খুলনা আন্ত:নগর ট্রেনের নাম কী? উ: সুন্দরবন এক্সপ্রেস।
প্রশ্ন: বেনাপোল পেট্রোপোল মালবাহী ট্রেনটির নাম কী? উ: সোনার বাংলা।
প্রশ্ন: ঢাকা-কলকাতা চালুকৃত ট্রেন সার্ভিসের নাম কী? উ: মৈত্রী।
প্রশ্ন: বাংলাদেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী এবং কবে চালু হয়? উ: সুবর্ণ এক্সপ্রেস। ১৪ এপ্রিল, ১৯৯৮ সালে।
প্রশ্ন: বাংলাদেশে আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু হয় কবে? উ: ১৯৮৬ সালে।
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? উত্তর: হার্ডিঞ্জ সেতু (একক সেতু)।
প্রশ্ন: হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? উত্তর: ৫৮৯৪ ফুট (১.৮ কিমি)।
প্রশ্ন: হার্ডিঞ্জ সেতু কার নামে নামকরণ করা হয়? উত্তর: ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ।
প্রশ্ন: হার্ডিঞ্জ সেতু উদ্বোধন করা হয় কবে? উত্তর: ৪ মার্চ ১৯১৫।
প্রশ্ন: ভৈরব ব্রিজ কত সালে নির্মাণ হয়? উ: ১৯৩৭ সালে।
প্রশ্ন: হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত? উ: পাবনা জেলার পাকশিতে।
প্রশ্ন: হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? উ: পদ্মা নদীর উপর।

বাংলাদেশের আকাশ পথ


প্রশ্ন: বাংলাদেশ বিমান সংস্থার নাম কী? উ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ৪ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান নাম কি? উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ার লাইন্স কবে থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডে রূপান্তরিত হয়? উ: ২৩ জুলাই, ২০০৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের 'প্রতীক' কী? উ: বলাকা।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রতীক 'বলাকা'র ডিজাইনার কে? উত্তর: শিল্পী কামরুল হাসান।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইনহাউস জার্নাল-এর নাম কি? উত্তর: বলাকা।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের লোগো পরিবর্তন করা হয় কবে? উ: ৩ ফেব্রুয়ারি, ২০১০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কবে চালু হয়? উ: ৫ মার্চ, ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কোনটি? উ: ঢাকা-লন্ডন-ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট কবে চালু হয়? উত্তর: ৫ মার্চ, ১৯৭২ সালে (ঢাকা-চট্টগ্রাম)।
প্রশ্ন: কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর কখন চালু হয়? উত্তর: ৪ সেপ্টেম্বর ১৯৮০।
প্রশ্ন: কুর্মিটোলা আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছিল? উত্তর: ১৯৮১ সালে (১৫ ফেব্রুয়ারি ২০১০ বর্তমান নামকরণ করা হয়)।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান বিমান বন্দর কোনটি? উ: হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর।
প্রশ্ন: সিলেট ওসমানী বিমানবন্দর কবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপলাভ করে? উত্তর: ১৫ মে ১৯৯৯।
প্রশ্ন: ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় কত সালে? উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর কোথায়? উত্তর: বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা কতটি? উত্তর: ২১টি।
প্রশ্ন: বাংলাদেশে বেসরকারি খাতে হেলিকপ্টার চালানোর অনুমোদন দেয়া হয় কবে? উত্তর: ১৬ আগস্ট ১৯৯৩।
প্রশ্ন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি কে? উত্তর: লারোস।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের শ্লোগান কী? উ: আকাশে শান্তির নীড় বা Your Home in the Air.
প্রশ্ন: বাংলাদেশ বিমান কোন কোন মহাদেশে যায়? উ: এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা।
প্রশ্ন: আভ্যন্তরীণ রুটে বেসরকারি খাতে প্রথম বিমান চালু হয় কত সালে? উ: ১৯৯৫ সালে।
প্রশ্ন: অ্যারো বেঙ্গল এয়ার লাইন্সের প্রথম ফ্লাইট কবে, কোথায় চালু হয়? উ: ১৭ জুলাই, ১৯৯৫ সালে, ঢাকা-বরিশাল।
প্রশ্ন: এয়ার লাইনার কী? উ: যাত্রীবাহী বৃহৎ বিমান।
প্রশ্ন: ককপিট কী? উ: বিমানের সম্মুখভাগে বিমান চালকের বসার স্থান।
প্রশ্ন: বাংলাদেশ বিমান সংস্থা কবে গঠিত হয়? উ: ৪ জানুয়ারি, ১৯৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম আভ্যন্তরীণ ফ্লাইট কবে চালু হয়? উ: ৫ জানুয়ারি, ১৯৭২ (ঢাকা-চট্টগ্রাম)।
প্রশ্ন: বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কতটি? উ: ৩টি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন স্থানে অভ্যন্তরীণ বিমান বন্দর রয়েছে? উ: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বরিশাল, যশোর, রাজশাহী ও সৈয়দপুর।
প্রশ্ন: STOL এর পূর্ণররূপ কী? উত্তর: Short Take-off and Landing |
প্রশ্ন: বাংলাদেশে বেসরকারি হেলিকপ্টার সার্ভিস চালু হয় কবে? উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৯৯।
প্রশ্ন: 'অ্যারোবেঙ্গল এয়ারলাইনস' প্রতিষ্ঠিত কবে? উত্তর: ১৬ জুলাই ১৯৯৫।
প্রশ্ন: 'অ্যারোবেঙ্গল এয়ারলাইনস'-এর যাত্রা শুরু হয় কবে? উত্তর: ১৭ জুলাই ১৯৯৫।
প্রশ্ন: BTTB-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Telegraph and Telephone Board.
প্রশ্ন: BTCL-এর পূর্ণরূপ কি? উত্তর: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড।
প্রশ্ন: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL) কবে যাত্রা শুরু করে? উত্তর: ১ জুলাই ২০০৮।
প্রশ্ন: বিটিসিএল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: ঢাকার ইস্কাটনে।
প্রশ্ন: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিডেট (BSCCL) কবে গঠিত হয়? উত্তর: ১ জুলাই ২০০৮।
প্রশ্ন: BSCCL-এর পূর্ণরূপ কি? উত্তর: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
প্রশ্ন: টেলিফোন শিল্প সংস্থা (TSS) লিমিটেড প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ১৯৬৭ সালে।
প্রশ্ন: চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় কবে? উ: ২৭ অক্টোবর, ১৯৯২।
প্রশ্ন: প্রথম বেসরকারি বিমান সংস্থা কোনটি? উ: অ্যারো বেঙ্গল এয়ার লাইন্স।
প্রশ্ন: বেসরকারি খাতে এয়ার পারাবাত চালু হয় কবে? উ: ১৯৯৭ সালে।
প্রশ্ন: এয়ার লাইন কী? উ: বিমান চলাচলের জন্য নির্দিষ্ট পথ।
প্রশ্ন: বোয়িং ৭৪৭ কি? উ: সর্বাধিক যাত্রীবহনকারী ক্ষমতাসম্পন্ন যাত্রীবাহী বিমান।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে? উ: কানিজ ফাতেমা রোকসানা।
প্রশ্ন: টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের সদর দপ্তর কোথায়? উত্তর: টঙ্গী, গাজীপুর।
প্রশ্ন: TSS-এর পূর্ণরূপ কি? উত্তর: Telephone Shilpa Sangstha (TSS) Ltd.
প্রশ্ন: TIC-এর পূর্ণরূপ কি? উত্তর: Telephone Industries Corporation.
প্রশ্ন: টেলিটক বাংলাদেশ লিমিটেড কবে কার্যক্রম শুরু করে? উত্তর: ৩১ মার্চ ২০০৫।
প্রশ্ন: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (BCSL) কোথায় অবস্থিত? উত্তর: খুলনা।
প্রশ্ন: BCSL-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Cable Shilpa Limited.
প্রশ্ন: BTRC-এর পূর্ণরূপ কি? উত্তর: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বাংলাদেশের নৌ-পথ

প্রশ্ন: বাংলাদেশের নৌ-পরিবহন সংস্থার নাম কী? উ: বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC)।
প্রশ্ন: BIWTC প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৫৮ সালে।
প্রশ্ন: BIWTC এর সদরদপ্তর কোথায় অবস্থিত? উ: ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশে শিপিং কর্পোরেশন চালু হয় কত সালে? উ: ১৯৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি? উ: ৩টি। চট্টগ্রাম, পায়রা বন্দর ও মংলা।
প্রশ্ন: বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? উ: ৫,২০০ কি. মি.।
প্রশ্ন: বর্ষাকালে বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত? উ: ৬০০০ কি. মি.।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটি নদীপথে ঢাকার সাথে সরাসরি সংযুক্ত নয়? উ: রাঙামাটি।
প্রশ্ন: প্রথম বাণিজ্য জাহাজ কোনটি? উ: বাংলার দূত।
top
Back
Home
Gsearch